শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

তাজিমুর রহমান-এর কবিতা


জন্মদিন

নিবেদনের কী কোন ইতি থাকে কিংবা প্রস্তাবনা!


ভয় জড়িয়ে থাকা কোন অপরাধ নয়,তবু আঁখি ভরে

শুচিময় গদ্য হয়ে নেমে আসে নিবেদিত অক্ষর,

একটা নীরব অঙ্গীকার কেঁদে ওঠে নিভৃতে...


সমস্ত প্রতর্ক ঘিরে ছড়িয়ে থাকা মৌমাছির দল

তখন পাপড়িভেজা উষ্ণতায়

অভিবাদন প্রকাশ করে জন্মান্তরের দীক্ষা নেয়;

ধ্বনিহীন পড়ে থাকে পুরুষবিকেলের চৈতিগান


তবু,অবেলায় মায়ের ঠোঁট কেঁপে উঠলে

অব্যক্ত ভাষায় কে যেন বলে ওঠে আজ জন্মদিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন