শনিবার, ১ জানুয়ারী, ২০২২

উদয়ন চক্রবর্তী-র কবিতা

চলে যাবার পর

যেদিকে দেখি ছড়িয়ে রয়েছে ছাই

নেড়েচেড়ে দেখি যদি নিজেকে পাই।

 

জীবনে যেদিন মনে হোলো বয়স্ক আজ

মেয়েদের নারী মনে হোলো লুকোনো লাজ।

 

চারিদিকে ছড়ানো ছেটানো দূর্লভ ভোগ 

যা কিছু আছে থাক সর্বোচ্চ সুখই সম্ভোগ।

 

কত ইচ্ছে কত স্বপ্ন হারিয়েছে নিজস্ব পথ

কিছু পেতে হলে নিতে হবেই অনন্ত শপথ।

 

হাজার খুশি ব্যর্থতার পরেও আছে ভাগশেষ

চলে যাবার পর থাকে শুধু  ছাই অবশেষ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন