চেয়ে আছে ঘাতক আঙুল মৃত্যু পরবাস
স্ফুটনাঙ্কের নীচে ঘুম ভাব আপত্তিজনক।
ধেয়ে আসে কালসাপ উদ্যত ফণায় ,সাপুড়ে
যেমন নাচায় নাচে অর্বাচীন। খুলে পড়ে বিষ
দাঁত হিসহিস শব্দে ওড়ায় সন্ত্রাস , নির্বিকল্প
সমাধি সমতুল। পেছনে কে বা কারা কলকাঠি
নাড়ে সে সব তত্ত্ব তল্লাস রাখে না এমনই
উজবুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন