সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

দীপঙ্কর সরকার-এর কবিতা

নেপথ্যাচার 

চেয়ে আছে ঘাতক আঙুল মৃত্যু পরবাস
স্ফুটনাঙ্কের নীচে ঘুম ভাব আপত্তিজনক।
ধেয়ে আসে কালসাপ উদ্যত ফণায় ,সাপুড়ে
যেমন নাচায় নাচে অর্বাচীন। খুলে পড়ে বিষ
দাঁত হিসহিস শব্দে ওড়ায় সন্ত্রাস , নির্বিকল্প
সমাধি সমতুল। পেছনে কে বা কারা কলকাঠি
নাড়ে সে সব তত্ত্ব তল্লাস রাখে না এমনই
উজবুক।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন