সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

জয়ন্ত চট্টোপাধ্যায়-এর কবিতা

ছায়া

দূর পথ হেঁটে যাই একা।
বুঝি,সঙ্গে কেউ হাঁটে কিন্তু দেখতে পাই না
এপাশ ওপাশ পিছন.... ভৌতিক শূন্যতা
একা মানুষ আধ-সমকোণে সূর্য ঢলে যায়
দুটো ছায়া হাঁটে।
চৈনিক মুখের মতো বা জঙ্গলের পথের মতো
অবিকল এক
আলাদা করা যায় না।
ছোটো কাপে চা লম্বা টান, ঠোঁট নয়
শুধু দুটো তৃপ্তির শব্দটান।

কথা বলি একা।কে যেন উত্তর দেয়।
আমার চেয়ে ভালো,বেশ মাপা গোছালো
শব্দের ফিতে মাপা উচ্চারণ
অগ্নীশ্বর টোন খুব চেনা তবু সংশয় -- কে?
হাঁটে,বলে,গান গায় অথচ সুর ভোলে না
সে-কি গুরু কবির 'জীবন দেবতা'
নাকি প্রিয়বন্ধু,প্রতিরূপ!

চিৎকার করি কে? কে?
চৌদিক চুপ।
পাখিরা ফিরে যায় বিশ্রাম ঘরে
বেদনার লূতিকাজাল হেমন্তের ধানখেত টানে
ফড়িংসন্ধানী বালকের মুখ ভাসে কুয়াশায়
কথা বলি একা।ঝিঁঝির তানপুরা বাজে।
ছায়ার আলাপে বুঝি সে আমার ছলনাপুরুষ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন