সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

আশিস গোপাল-এর কবিতা

 

আর এক জগৎ

তোমাদের চেনা নীল গ্রহ থেকে 

কয়েকশ আলোকবর্ষ দূরে থাকি।

আজ থেকে বছর কয়েক আগে–––

যখন শিশু ঘাসের মাথা ভরা রক্ত
আমায় ব্যাকুল করে তুলেছিল,
আমি হ্যালির পথ ধরে বেরিয়ে–––

গিয়েছিলাম সময়ের সুড়ঙ্গ দিয়ে।
আশা করি তোমরা ভালো আছো
ফ্যানা ওঠা পৃথিবীর বুকে।
সমাজ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে 
সুপারি বনের মত;
আর হেলে পড়ছে ততই মাটির বুকে!
আমার এখানে সমাজ নেই, পশু নেই;
কবিতা লিখি ভিত্রায়ার নীচে
আর এখানে সন্ধ্যা ভরে যায়
নেবুলার গানে।
অদ্ভুত যত মোরগের ডানায় 
অ্যারোসল লেগে নেই;
আমি অনেক দূর থেকে বলছি,
শুনতে পাচ্ছ, নাকি–––

তোমাদের রাত ভরে গেছে ব্যথায়,
জুঁই-এর গন্ধ মেখে?

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন