শূন্য ক্ষেত, সাদা পরিসরে
সূর্যাস্ত সমুদ্র থেকে
ফিরে আসছে
পাখির কৃষক
আকাশের গ্রন্থাগারে।
এখন সমাপ্ত
লুন্ঠনের অরণ্যে
শহরের বীজ বপনের খেলা।
যৌনতার
খেয়া পারাপারের পরীক্ষায়
উত্তীর্ণ হবে
হৃদয়ের চরা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন