অবাক হই না
আমি এখন অবাক হই না
কোনো লোকের বাতি নেভানোর
--কৌশল দেখে!
আমি এখন অবাক হই না
ড্রেসিং-রুমে না গিয়েই
রূপ পাল্টানোর দৃশ্য দেখে!
কারো হাতে উঠতে পারে ছুরি
তাতেও আমি অবাক হই না!
অবাক হই না!
কচ্ছপের লড়াইয়ের ভেতর পড়ে গিয়ে
নাভিশ্বাস! স্বপ্নচ্যুত হই--
গহীন নদী জলহারা হয়
তাতেও আমি অবাক হই না!
ছদ্মনামে স্বরের প্রকাশ
খুশবু ছড়িয়ে--
রাতের শিউলি হত্যা করা
অবাক হই না!
চূর্ণ হওয়ার ভয় থেকে যায়
একটা প্রান্ত খসার পরও
অন্য প্রান্ত খসে যায়--
তাতে আমি অবাক হই না!
ভোজনবিলাসী পোশাকবিলাসী
পুষ্পরেণু গুঁড়া হওয়ার পরও
অবাক হই না-অবাক হই না!
বিরক্তিকর ধ্বনি শোনার পরও
অবাক হই না--
নাভিদেশ থেকে ঊর্ধ্বমুখী শ্বাসের টান
অবাক হই না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন