রাত্রির যোনি থেকে যে শীৎকার উঠে এল
নিঃশব্দ বনভূমি তাকে গায়ে জড়ায়;
ফসিল অন্ধকার ভেদ করে বিদেশি হাওয়া
পুনরায় ফিরে যেতে পারে, আকুলিত হৃদয়
চেয়ে থাকে শূন্য পথের দিকে;
বিড়ম্বিত প্রেম পরিযায়ী ঠিকানা খোঁজে
মানচিত্র বরাবর শুকনো পাতা নিয়ে
শীত ঋতুর ওড়াউড়ি, যেন ফাটা ঠোঁট নিয়ে
রক্তবিন্দু জেগে ওঠে প্রবল আগ্রহে।
প্রতিদিন সংক্রমণ গায়ে মেখে হাঁটছে মানুষ
ছায়াপথ ধরে উড়ে যায় স্বস্তিহীন হাওয়ার ফানুস।
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই 🙏
উত্তরমুছুনখুব ভালো কবিতা পড়লাম দাদা
উত্তরমুছুনদারুণ কবিতা
উত্তরমুছুন