মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা


 ওয়েভ

একটু লিখছি পারদ

একটু লিখছি মোম

দ্রুত লয়ে বারবার 

কেটে যায় সম


একটু সাঁতারে নদী

একটু সাঁতারে জল

তাতেই স্তব্ধ গান

জীবন ছলচ্ছল 


আর কি বাকি কিছু!

গহিন কথার নৌকো 

সময়ের ঝাঁপতালে 

ঢেউ গো​নে​, আতঙ্ক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন