তৃষ্ণা
আগুনের ফুলকির মতো ওই যে চিলতে
কাটা দাগ
তোমার আমার ক্ষত, বিষণ্ণ গহ্বর
অবিরাম,অবিরত, অন্তক্ষরণে রত
ঘনবিষাদ
সুতো টেনে টেনে চলা, মৃত্যুর ফাঁদ
পাড় ভেঙে ভেঙে, পাড় ভেঙে ভেঙে
জেগে ওঠা ডাঙা, রোদ পোড়া কাম-রাঙা
সিঁদ কাটা চোর
উষ্ণতা, চুম্বন,শেকল ভাঙা দোর
যেন যক্ষের ধন
ঘন হয়ে আসা ছাওয়া,শিরায় শিরায় নিরন্তর
প্রতিটি অন্তে মিশে যাওয়া
যেমন জোছনা
মৃত ঠোঁট,যেমন গলে গলে পড়া,ভেজা সোহাগ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন