মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

রোশনি ইসলাম-এর কবিতা


কমলালেবু-সকাল

স্মৃতিগুলো কত নিবিড় এলোমেলো।

সেই যে শীতের মরশুমে কমলালেবু-সকাল

উষ্ণতর সূর্যের আলোয় প্যানজি ডায়ান্থাস

                           ঘূর্ণায়মান নাগরদোলা

৪টি মন্তব্য: