মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

সোনালি বেগম-এর কবিতা


শুভদৃষ্টি, গভীরতা মাপে

জলের গভীরতা মাপে চোখ। আকাশে তখন

জ্বলজ্বল নক্ষত্র ব্রহ্মহৃদয়। আলোর ব্যতিচার,

কখনো শব্দতরঙ্গের ব্যতিচার ছুঁয়ে এই বেঁচে

থাকা। সময়ের সঙ্গে লিপিবদ্ধ চাপ মুক্ত করতে

আগ্নেয়গিরি জেগে ওঠে। ব্যাসল্ট সেই প্রস্তরখন্ড

ছড়িয়ে পড়ে চারদিকে। বিপ্রতীপ কোণে অবস্থান

বিদ্যুৎকোষ, তৎপর বিদ্যুৎ আধান পরিবাহী সংযোগে

শুভদৃষ্টি ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন