শুক্রবার, ২ জুন, ২০২৩

পৃথা দাস-এর কবিতা

যদি 

যদি বলি পাতাঝরার বেলা 
তুমি বলো কালিন বিছানো।
যদি বলি পুরানোকে ছেড়ে যাওয়া
তুমি বলো নতুনকে আহ্বান।
যদি বলি খোলা বাতায়ন 
তুমি বলো আকাশের রঙ।
যদি বলি এ আমার মনপাখি 
তুমি বলো রেখোনা খাঁচায়।
যদি বলি পথেই হারাব আমি
তুমি বলো বোঝাপড়ার আচছাদন। 
যদি বলি পুরোটাই সমর্পণ 
 তুমি বলো আছে পূর্ণ বিশ্বাস।
  যদি বলি ইচ্ছে ডানায় ওড়া 
   তুমি বলো যাবে কোথায় নীড় ছেড়ে। 
    যদি বলি জীবন অসমতল 
     তুমি বলো হাত ধরো আমার।
      যদি আমি বলি এমনিই কি জীবন!!
     তুমি বলো এখানেই ভালোবাসা।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন