মুঠো মুঠো রোদ্দুরে খিলখিল করে ওঠে যে কথারা
দোয়েলের মিষ্টি শিস শুনতে শুনতে স্বপ্ন বোনে যে শব্দরা
মেঘ-বৃষ্টি-বানভাসিতে ভেসে যেতে গিয়েও দাঁড় টানে যে ভাবনারা
উনিশে মে’র লাল কৃষ্ণচূড়া’য় আগুন হয়ে ফুটে ওঠে যে ব্যথারা
সেইসব কথা ও ব্যথা আমার কবিতা।
পাখি উড়ে যায় বলে চারিদিকে ঘন কুয়াশা।
কিছু কথা শিশিরে ভিজে যায়।
মাঠ-ঘাট বিলিয়ে যায় উচ্ছ্বাসিত যে কথা,
সেই কথা থেকে থেকে গুমরে ওঠে, বন্ধ খাঁচায়।
কিছু কথা বয়ে যায়
ঊর্ণনাভের জালে জড়িয়ে পড়া
সারা জীবনের দায়।
কথায় কথায় দিন যায়,রাত যায়,মাস-বছর যায়
কবিতার কাছে আমার গোটা জীবনটা বাঁধা থেকে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন