শুক্রবার, ২ জুন, ২০২৩

গোবিন্দ ধর-এর কবিতা

মনু

সামনে মনু,মনু কি সামনেই? 
না মনু শাখান পাহাড় থেকে কলকলিয়ে নামছে।
তার প্রেমিকা লঙ্গাই।
ধলাই পরকীয়া করে পালিয়ে যেতে গিয়ে 
হারিয়ে গেছিলো।
মনু লঙ্গাই ও ধলাই দুজনকেই ভালোবাসতো।
অলস লঙ্গাই ভোর রাতে জাগেনি বলে 
ধলাই মনুকে পেয়ে গেলো।
এই নিয়েই এখনো মনু কলকল প্রবাহিত।

২৬:০৩:২০২৩
রাত:০৮টা৩৬মি
মনু, আমবাসা, ধলাই

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন