রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ঈশিতা ভাদুড়ী-র কবিতা

চেকমেট

আমরা অনেকটা বড় হয়ে গেছি।

আমরা জেনে গেছি দাবার প্রতিটি ছক।

কখন কোন চাল দিতে হবে,

কখন ফেলতে হবে ঘোড়ার দান,

আমরা জেনে গেছি সব।

 

আমরা অনেকটা বড় হয়ে গেছি।

আমরা জেনে গেছি কোন পাত্রে

দিতে হবে কোন সামগ্রী।

কোন পথে রাখা আছে মই,

কোন পথ আসলে ব্লাইন্ড লেন।

আমরা জেনে গেছি সব।

 

আমরা অনেকটা বড় হয়ে গেছি।

কোন জাদুবিদ্যায় কাকে দেব চেকমেট,

আর, কতটুকু গণিত শিখলে ওড়ানো যাবে ধ্বজা,

আমাদের জানা হয়ে গেছে সব।

আমরা দেখে ফেলেছি এঁটোকাঁটা।

কষে নিয়েছি হিসেবনিকেশ।

 

আমরা বড্ড বড় হয়ে গেছি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন