রবিবার, ১৭ মার্চ, ২০২৪

তপন বাগচী-র কবিতা

লোভের পুকুরে

শীতের বাজার দেখি তুমুল গরম
সে কথা কখনো  জানি লিখতে পারি না
জলরঙে লিখে রাখি নদীদের নাম
কখনো কাঁপে না পথ বহুকণ্ঠ বিনা।

সময়ের দাম শুধু কমে যেতে দেখি
নিত্যপণ্য অতিক্রান্ত বিক্রয়ের সীমা
কতদিন এই নাট্য মঞ্চায়ন হবে!
আমাদের কারো নেই জীবনের বিমা।

কেউ  কেউ ফুলে-ফেঁপে স্তব্ধ কলাগাছ
লোভের পুকুরে ভাসে শুধু  মরা মাছ।

 

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ কবি। সহজিয়া ছন্দে নির্মম বাস্তবতার চিত্রকল্প এঁকেছেন, প্রশান্তিতে মন ছুঁয়ে যায়। শুভ কামনা নিরন্তর।

    উত্তরমুছুন