রবিবার, ১৭ মার্চ, ২০২৪

রহিত ঘোষাল-এর কবিতা

ব্যাপ্তি

দৃষ্টিসীমা আর কতো নামবে জানি না,
জানি আগামী সপ্তাহে তুমি নতুন কোনও 
এক পৌষবঞ্চনা নিয়ে আসবে,
খেজুরের রসে মজেছিলাম,এখন তামার
রূপে, বদর গাজীর সহযোগিতায়
পুকুরে হিল্লোল হয়, ফুল পাখিরা মুক্তগ্রন্থি 
থেকে তৈজসপত্রে এসে নামে,
একাকী আঁন্ধার আমাকে
তামার নারী শরীরের জন্যে মনোনীত করে,
আমি অবয়ব থেকে পূর্ণতা পেয়ে সমৃদ্ধ  
ও সর্বত্রস্থিত হই।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন