পাতা উল্টে পড়েই চলেছি কুবলাই খান
মার্কো পোলোর এই খাতা যেভাবে পেয়েছিলাম
হানাহানি কাটাকুটির দেশে প্রেম হয়? বিরহ? হয় ?
অবিচ্ছিন্নভাবে আমার দুটি পা পরিব্রাজকের হয়ে উঠুক
আমি হেঁটে চলেছি তোমার দুর্গের দিকে
আমার ঘোড়ার গা বেয়ে নেমে আসছে কালো বারুদের গন্ধ
আমি থামব না আজ
মাটির বুকের উপর আমার আঁচড়গুলো ভালোবাসার দাগ হয়ে থাকুক।
আমি আসছি মার্কো পোলো
তোমার হারানো খাতার পাতাগুলো আমার দুটি চোখ
আমি আসছি শহর নগর সিনাগগ পেরিয়ে
অনন্ত ঘুমের ঘোরে সাম্রাজ্যগুলো তাদের গোপন কথা বলেই চলেছে
ওদের থামাতে হবে। পাথরের দুর্গদেওয়াল ফেটে বেরিয়ে আসবে কচ্ছপ
রক্ত খাবে চুকচুক করে আর
পরিব্রাজকের মতো আমার দুটো পা
থমকে দাঁড়িয়ে পড়বে ফেলে আসা দরজার চৌকাঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন