রবিবার, ১৭ মার্চ, ২০২৪

উমাপদ কর-এর কবিতা


শ্রাবণ-আষাঢ়-রাস্তা-মানুষ

শ্রাবণমেঘ বেলাকে অবেলা বানাই রে বেলাকরলে

       ভুল বোঝে পুকুরঘাটের মাছেরা

       রক্তে বেদনা মিশিয়ে কাঁদে ঘুঘু

স্বাস্থ্যবান দুপুর রোগে-শোকে অন্ধকার মাখে -সহায়ে

 

আষাঢ়ের যতটা আশা ছিল শুষেছে পীনপয়োধরা শ্রাবণ

       মানুষের মাথা কেটে পায়ে জল

       ঢালে মানুষেরই পোষা জনসেবক

জমানো পচুইয়ে চুবিয়ে রাখা হবে হাড়গোড় ভাদ্রগরমে

 

অলস সময়ের গায়ে এত কাঁচাঘুঁটে পর-পর দেয়াল-দেয়ালে

       ঠোক্কর খায় সাইকেলেচলা প্রজাপতি

       রাশি-রাশি গুমোট সরায় বেলচা

ঢাকাপড়া রাস্তাটা শরীরে জাগতে থাকে শ্রাবণে-শ্রাবণে

 

২০-০৭-২০২৩

1 টি মন্তব্য: