রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নিখিলকুমার সরকার-এর কবিতা

অনিত্য সরণি 

কাকচক্ষু হারিয়ে যাওয়া অভিমানী জল সমূহ প্রবাহ-চিহ্ন মুছে 
দূরে সরে গেলে, মাছেরাও বিষাদিত পাখনায়
রন্ধনপ্রণালী পেরিয়ে হারিয়ে যায় 

আত্মবিস্মৃত মোহজাল একাকী এলোমেলো পায়চারি করে 
পরিত্যক্ত তটে 

আমিষ-সাঁতার ভুলে ক্রমশ ধূসর হতে থাকে এই অনিত্য সরণি 

যশোদি থেকে যোজন-দূরের অস্পষ্টতায় ওই কারা যেন 
যশোদিকেই খুঁজছে, কোনও দিনই 
খুঁজে পাবে না জেনেও 

বিচ্ছেদশেষের শূন্যতায় সংগোপনে
বিরহ-উদযাপনে মগ্ন, বাংলাকবিতার চিরন্তন প্রেমিক-প্রেমিকা যত 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন