রবিবার, ১৭ মার্চ, ২০২৪

রন্তিদেব সরকার-এর কবিতা

দিগদর্শন

কোন জীবজন্তু পথ হারিয়েছে

এমন ঘটনা আমি কোনদিন শুনিনি;

যে সব পরিযায়ীপাখিরা –––

হাজার হাজার মাইল পাড়ি দেয়

তাদেরওপথ হারানোর কথা শুনিনি কোনদিন।

যদি হারায়ও কোনদিন –––

তাদের আমি কদাচ দোষ দিই না;

মানুষের নিত্য-নতুন অগ্রগতির দিগন্তে,

দিগভ্রান্ত তাদের প্রান্তনিশান।


অথচ আমি –––

প্রযুক্তির অন্তহীন অগ্রসর হাতে নিয়েও

হারিয়েছি পথ –––


জনারণ্যের ভীড়ে!


 

২টি মন্তব্য:

  1. একদম ঠিক।পশুপাখিদের সহজাত বোধ তাদের দিক নির্দেশ করে। মানুষ গাদা গুচ্ছের গ্যাজেট হাতে নিয়েও দিকভ্রান্ত হয়। ভালো লাগলো। শুভেচ্ছা … যযাতি দেবল পানাগড়, পশ্চিম বর্ধমান।। 🐦 🐦

    উত্তরমুছুন