কোন জীবজন্তু পথ হারিয়েছে
এমন ঘটনা আমি কোনদিন শুনিনি;
যে সব পরিযায়ীপাখিরা –––
হাজার হাজার মাইল পাড়ি দেয়
তাদেরওপথ হারানোর কথা শুনিনি কোনদিন।
যদি হারায়ও কোনদিন –––
তাদের আমি কদাচ দোষ দিই না;
মানুষের নিত্য-নতুন অগ্রগতির দিগন্তে,
দিগভ্রান্ত তাদের প্রান্তনিশান।
অথচ আমি –––
প্রযুক্তির অন্তহীন অগ্রসর হাতে নিয়েও
হারিয়েছি পথ –––
জনারণ্যের ভীড়ে!
Sadhu sadhu he mor prio kobi bandhu
উত্তরমুছুনএকদম ঠিক।পশুপাখিদের সহজাত বোধ তাদের দিক নির্দেশ করে। মানুষ গাদা গুচ্ছের গ্যাজেট হাতে নিয়েও দিকভ্রান্ত হয়। ভালো লাগলো। শুভেচ্ছা … যযাতি দেবল পানাগড়, পশ্চিম বর্ধমান।। 🐦 🐦
উত্তরমুছুন