অনার্য পাথরের কেউ
তুমি আগুন জ্বালিয়ে দিয়েছিলে, সেই আগুন এখনও জ্বলছে
তোমার সকল অপমান ভালোবাসি বলে তুমি কি আমাকে অপমানে রেখেছো।
পিপাসিত না হলেও আঁজলা ভরে জল দাও খেতে, আমি সেই জল পান না করে তোমার মুখের দিকে তাকিয়ে থাকি,
আঙুল গলিয়ে জল গড়িয়ে পড়ে,
আমার কেনো জলপানে অনিহা? আমার কেনো অনিহা?
তোমার অনিহা সমুদ্রে আমাকে
ডুবিয়ে ভাসিয়ে দাও।
প্রবল পুলকিত হলে, আমি মানুষ থাকি না, একজন অমানুষ পথে পথে ঘুরি,
আমার দুঃখবোধ ক্রমশ হলুদ হয়ে, একটি
হলুদ ইচ্ছে হয়ে, বেড়ে বেড়ে বড় হতে থাকে।
আমার অপমানের অশ্রু মুছে দেয় কেউ, আমিও মুছে দিই।
পুনঃ তৃষ্ণার্ত হলে পাষাণ একটা হামি দিয়ে হাসি—
তোমার জন্য একটি ভালোবাসা রেখে দিয়েছি।
তুমি বকুলবিহারে যাও, গিয়ে অপেক্ষা করো, আমি—
না গিয়েও দেখবে তোমার আমি সেখানেই রয়ে গেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন