রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সুবীর ঘোষ-এর কবিতা

ভুল করে রাস্তায় নেমে


ভুল করে রাস্তায় নেমে  যদি দেখি

                             নদীরা তখন কেউ বসে নেই

তারা গেছে হাটবারে কলসিতে জল মেপে নিতে

সহসা ভুলের কোনো নাতিদীর্ঘ মাস্তুলের ওপর

এক পায়ে বসবে এসে সন্তর্পণে একফোঁটা ফিঙে।

ঘরে ঘরে উনোনের সময় কী হল

           চোখ মুছে তৈরি থাকি ধোঁয়ার প্রলেপ নিতে

আমার ভারতবর্ষ ঘিরে শৈশবের পঞ্চতন্ত্র সন্ধ্যা কথাকলি।

আমাদের জামার আস্তিনে রাখা কবেকার দুমড়ানো ফুল

বিপদতারিণী হয়ে আমাদের হজমতন্ত্র পাহারায় থাকে,

আমাদের শব্দে গন্ধে অনামী নদীর কাদা জোলো স্বাদ পাই।

সহসা  সকাল এলে অপ্রস্তুত জাগিয়ে দেয় কাক

 নামহীন ফুলের রাজ্যে নিজেকে ফড়িং করে

                       গুঁড়ো গুঁড়ো মেশাতেই থাকি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন