বড় এলোমেলো এই যে পৌষের হাওয়া
উত্তরে বইলে শীতের কাঁপন
দক্ষিণে বইলে দেখা যায়
অস্বস্তিকর, অ্যান্টিক্লাইমেটিক
কখনও রুক্ষশুষ্ক কখনও নাতিশীতোষ্ণ।
পাকা ধানের মতো সোনালি রোদ্দুর
ঢেলে দেয় নরম উষ্ণতার লাবণ্য
পুষ্যা নক্ষত্রে সূর্য খুঁজে নেয়
নিজের অবস্থান
তারপরই তো পেলব রোদ্দুরের স্পর্শ ও
প্রলেপ জমতে থাকে শীতার্ত ত্বকে।
ক্রিসমাস ট্রি পিকনিক পর্যটনপ্রিয়তার
পাশাপাশি পৌষের হাওয়ায় তখনও যেন
ভেসে আসে নবান্নের সুবাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন