রবিবার, ১৭ মার্চ, ২০২৪

অনিন্দিতা বসু সান্যাল-এর কবিতা

যেভাবে চলছি

যেভাবে পথ নেমে আসে

পথিকের কাছে

পদপরশ মগ্ন থাকে   

হেঁটে চলার বাঁকে

ওইটুকুইতো জীবন, গেরস্থালি

 

বাকি পথতো উড়ালপুলই

মাটির ওপর আলগোছেতে  

ওঠা-নামার খামখেয়ালি


 

ভুবনমোহন

ভুবনমোহন, আমায় বেড়াতে নিয়ে চল

কালইতো যাব চলে হয়তো

দুঃস্বপ্নে বার বার না-মেটা খিদে

চলে যায় অধীরতায় দিগন্তের দিকে

মেঘলা আকাশ, আমি তোমার দিকে চাই

বৃষ্টিওতো বল, অভিমানে ঝরে পড়ে কান্নার মতো  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন