রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নীলাদ্রি দেব-এর কবিতা

চাকা

শীতবস্ত্র ঢেকে রাখতে চায় শীতকে
প্রচ্ছদে মলাট 
গৃহপালিত জীবন থেকে সোজা 
গলি, চৌমাথার পর দীর্ঘ 
পথ বা পথিকের ছায়া 
ওতে রাখা নেই, ঢাকাও 
একটা বৃত্ত ঘুরছে,
      অসময়ের সাথে সমানুপাতিক

 

1 টি মন্তব্য: