কলস কেন পবিত্র হতে হবে
নীল একটা বন্যতায় ঢাকা ছিলো নদী
কোনও মুখই ঠিক ততটা পাথর নয়
তুলে ছুঁড়ে দিতে হবে নির্বিবাদ কুয়াশায়
প্রতীক্ষা পেরিয়ে যে মৃত্যুসাগর
কিছুই ডোবে না সেখানে
বালক বালিকা পুরুষ নারী
এমনকি যুবতীও ভাসছে কোনও
হাল্কা শোলার মত পিছল রোদ্রে
চলো আমরা আরও দূরে যাই
আরও এক নিভৃত কথকের থেকে
তুলে আনি কথার পাহাড়
আমাদের বালিশে উঠোনে
ধানঝাড়াই মেশিনে পাপোষে
নির্দয় হাতে গুঁড়ো করি নগ্ন করি
সেসব গল্পকথা খাসকথা বাসিকথা সব
বস্তুত নীল থেকে আর কোনও বাদামী কমলা
চাদর মশারি সব বদলে দিলেও
শেষ পর্যন্ত তুমি বক আমি মাছরাঙা
আমি মাছ তুমি জলতল নীল তবু বইছো কাতর
এইসব বাঁকা কথা কীর্তনে গেয়েছে মদন
নন্দন একমাত্র সাক্ষী মধ্যরাত ভেসে যায়
ভেজা কোলাহলে আর ভেজে গন্ধমগ্ন দারুচিনি বন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন