১.
অনুবাদ কর্মশালার ভেতর শরীরভর্তি সুগন্ধ নিয়ে
আমরা কেবল ঢুকে পড়তেই জানি। খাদ ও ফাঁদ
গানের সুরের একপাশে
তাঁবুতে বসে সাঁতার
দৃশ্য লিখি।
খরগোশ লাফিয়ে পালায়।
মৃত হাঁসের মাথার কাছে টিকটিকি।
প্রতি রাতে আগুন জ্বলে এই হাতি মাহুতের
দেশে
কোথাও কান্নার শব্দ।
আর ফ্রেমের ভেতর মস্ত একটা
ম্যাজিকল্যান্ড
২.
তুমি গড়িয়ে দাও হলুদ ব্যাটারি
মাঠের শালিক কিন্তু সেটাই চায়
অন্যমনস্ক হবার কোনো অবসর আজকাল পাই
না
অথচ নদীর জল আয়না হয়ে উঠলে
হাঁস ও হায়না পরস্পর কামড়ে ধরে
গাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন