রবিবার, ১৭ মার্চ, ২০২৪

অলোক বিশ্বাস-এর কবিতা

আলোয় অক্ষরে

নদীর জলে ভাসছে প্রতিবাদী অক্ষর। অক্ষরও ধারণ করেছে প্রতিবাদী কন্ঠের নদী। আমিও কয়েকটি অভুক্ত খরগোশ পেয়েছি হৃদয়ের উৎসে যারা কবিতার অক্ষরে এসে দাঁড়ায় স্বাধীন প্রসাধনে। কার্গিল যুদ্ধের ক্ষত প্যারামবুলেটরে ভর্তি ক'রে অন্ধকারে বসে আছে ২০৫০ সালের শিশু। নদীর সঙ্গে আমার মুহুর্মুহু আলাপ দেখে, অন্য প্রাণীরাও অক্ষরে উদযাপিত হতে পারে। দলে দলে প্রাণী নিজেদেরকে নদীর কিনারে দেখতে চাইছে জলের প্রতিবিম্বে। নদীর মধ্যে বর্ষাকাল থাকলেও ভেতরে অনেক গ্রীষ্মকাল। সব মাছ সব নদীতে মানায় না বলে, বিষাদহীন মাছের চিত্রকল্প নদীতে ছেড়ে দিই। চিত্রকল্পের ভাষায় লুকিয়ে লুকিয়ে বিষাদ প্রবেশ করে। বিষাদেরা নদীর অক্ষরকে ফ্যাসিবাদের ভয়াবহতা শোনায়। ফ্যাসিবাদের উত্তর আধুনিক ভাষাতত্ত্ব নদীর জলে পাক খেতে খেতে আমাদের জলাধারে ঢোকে। ফ্যাসিবাদ মিশ্রিত জল পানে নতুন প্রজন্মের জিজ্ঞাসাগুলো ফ্যাকাসে হয়ে যায়।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন