রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিদিশা সরকার-এর কবিতা

কলার টিউনে

কেমন স্বার্থপরের মত ছড়িয়ে দিচ্ছি লিফলেট 

জনে জনে বলছি আত্মহত্যার কারণ বিষয়ে

কিছু লেখা রয়েছে এখানে 

নাগ পন্ঞ্চমীর রাত 

হলাহলের শিল্পীত কিছু মুদ্রা 

ছায়া স্বরূপিনীর তৃকাল 

খোল করতাল নামাবলীর সঙ্গত কারণ 


সেইসব পড়েছ তুমিও 

নিভৃত যাপন রোগে প্লাজমা থেরাপি খুঁজে খুঁজে 

বেজেছিলে মোবাইল শহরে 

তোমার কন্ঠ শুনে কলার টিউনে এ শহর 

লিফলেট ভুলে গিয়ে 

তোমায় খুঁজেছে সারারাত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন