বরফ-বৃষ্টি
শীতের সকালে উদ্বেলিত রক্তদান-শিবির।
রেলওয়ে ট্র্যাক্ ক্রস্ করার সময় ট্রেন এসে
গেল। প্রশ্নচিহ্ন বুকে দাঁড়িয়ে হাপুড় স্টেশন।
সার্চলাইট খুঁজছে সুরক্ষার কাঁটাতার।
বিক্ষিপ্ত ইলেক্ট্রনিক আর প্লাস্টিক আবর্জনার
স্তূপ। স্তম্ভিত ভূ-বিজ্ঞান। এসো, পৃথিবীর শুশ্রূষা
করি।
উপগ্রহ লঞ্চ হচ্ছে…
ঠাণ্ডা হাওয়ায় দোল খেয়ে ঝরছে বরফ-বৃষ্টি
জমে উঠছে আরও একটি নতুন বছর –––
ঋজু কবিতা। সুন্দর লিখেছেন। অভিনন্দন জানাই।
উত্তরমুছুন"এসো, পৃথিবীর শুশ্রূষা করি।" সহজ তির হৃদয় বিদ্ধ করে। চমৎকার কবিতা।
উত্তরমুছুন