রবিবার, ১৭ মার্চ, ২০২৪

কামরুল ইসলাম-এর কবিতা

মুখস্থ ধোঁয়ার ভেতরে

সেই মায়াবী গোলাপযা আমি ছুঁয়েছিলাম

অন্ধ পাহাড়ের ঢালে

সে আজ বিকেলের তন্দ্রা নিয়ে

রণকৌশলে শুয়ে আছে গাছের ছায়ায়-

শঙ্খ বাজেঅচিন গ্রামের পথে পথে

ছলনা-উজ্জ্বল মার্বেল গড়ে যায়

কারো গৃহহীন মুখের ছায়ায় চাঁদ ওঠে,

জন্মেছে আগাছার ছন্দ মাঠে মাঠে।

দিগভ্রান্ত স্মৃতিরা ভেসে যায় অতীতের ঘাটে

মায়াবী ডিঙিটা ঝুলে আছে পাকুড়ের ডালে

যেতে যেতে দেখি-- চিঠিপত্র উড়ছে সমুখে

রাজদুঃখ বুকেময়ূরাক্ষী চাঁদের আলোয়

ফেটে গেছে দিগন্ত

আর এক মুখস্থ ধোঁয়ার ভেতরে

ডুবে যাচ্ছে আমুণ্ড আমার চিরপোষা হরিতকি বন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন