কেবল কি কোজাগরী রাত!
তোমার জন্য আমি রোজ কোজাগরী
রাত জাগতে পারি
না হোক কোজাগরী পূর্ণিমা।
কোজাগরী রাত তো বছরে এক দিনই আসে
উদযাপনে কত ঘটা
আমাদের না হয় উৎসবহীন উৎসব হোক
রোজ দিনের কোজাগরীতে।
দু জনে কথা বলে,গল্প করে
রোজ কোজাগরী রাত উদযাপন করি।
রাতটা ভোর হয়ে যাক গল্পে আর গল্পে
ভরে উঠুক মাধুর্যে আর ভালবাসায়
রাত হোক ধন্য।
আমাদের কোজাগরী রাত যেন
শেষ না হয়।
পথের শেষ প্রান্ত পর্যন্ত
কোজাগরী রাত চলতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন