উড়ানে বিশ্বাসে
১
উড়ানও থেমে থাকে নির্ধারিত সময় থেকে
সিগনাল টাওয়ার দেবে সাংকেতিক চিহ্ন
কতটা গূঢ় সম্পর্ক
কতটা দূর উড়ানে
কতটা স্বপ্ন ভাঙবে
কতটা দৃঢ় বিশ্বাসে
বাগানের মোলায়েম রোদে মালিশের আখড়া
দেহখান ফুলকো লুচি আয়েশআরামের ময়রা
২
যেসব কথাবার্তা তুমি আমি বলি না
সেসব স্বরলিপি খন্ড খন্ড আকাশে
দেহ আর শরীর নিয়ে আখরা
কথার দেহে বাউলগান
মেলার মাঠে তুমি আমি নাগরদোলায়
আর বুঝি আর বুঝি কথা শেষ হয় না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন