মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

অশোক কর-এর কবিতা


চেরাপুঞ্জীর মেঘ

মেঘবন্তী তুমি মিশে রও মেঘেদের সাথে

চেরাপুঞ্জীর মেঘে উড়ে পরিযায়ী পাখির ডানায়

আমি তখন ছেঁড়াপাল জাহাজি নাবিক

জলের ওপারে ভাসি দিকভ্রান্ত অকুল পাথারে

মেঘবন্তী আলিঙ্গন মুগ্ধ সমর্পিত উল্লাসে

মুঠো ভরা মুক্তা ঝিনুকআরক্ত রঙিন প্রবালে

 

অস্ফুট সেই সব মেঘবন্তী সলাজ সম্ভাষণ

অবাধ জলধি সিক্ত মিশে আছে নাবিকের বুকে

মুগ্ধতা মেখে জলবতী মেঘেদের মায়ায় 

উন্মাতাল ঢেউ মেশে মুগ্ধচরাচর বালুকা সৈকতে 

 

তুমি মুগ্ধ মেঘআমি দিগভ্রান্ত পাথার

মেঘের নিশানা লেখা চেরাপুঞ্জীর মেঘমাল্লায়

অবাধ ফল্গুধারা ভেসে যায় জলের ঠিকানায়

 

মেঘবন্তী তুমি হও নারীর আলক্ত চুম্বন

ঝাঁক ভাঙা মেঘে ঢেকে থাক নাবিকের মুগ্ধ প্রহর 

 

নাবিক চেনে চেরাপুঞ্জী মেঘবন্তীর প্রেম দূর্ণিবার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন