মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

দেবাশিস সাহা-র কবিতা

পঁচিশে বোশেখ

আমাদের ভাত -কাপড়ের ব্যবস্থা 
করে দেয় পঁচিশে বোশেখ
আমাদের যখন হু হু করে
কান্না আসে
আগুন জ্বলে বুকের ভেতর 
কেউ এসে ছুঁয়ে দেয় 
আগুনের পরশমণি 
খোয়াই নদীর পাড়ে
খিদের পেট নিয়ে 
উঠে দাঁড়াতে পারিনা যখন 
হাত ধরে নিয়ে ডাল ভাতের ব্যবস্থা 
করে দেয় বোশেখের ঐ রাজকুমার 
শুখা খরা বীরভূমে 
দু মুঠো আদর রেখে গেছে 
রো বি ন দ রো না থ
আমাদের ঠাকুর।  

1 টি মন্তব্য:

  1. এমন করে তো কেউ ভাবেনি কোন দিন। এজন্যই তো দেবাশীষ সাহা অনন্য। দেবাশীষ সাহা মানেই কবিতায় নতুন অনুভূতি। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

    উত্তরমুছুন