মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বিদিশা সরকার-এর কবিতা

ঐচ্ছিক

এখন তো সব ইচ্ছা সব লেখা আকাশ তোমাকে,

বৃষ্টি এসে মুছে দিয়ে যাবে


তোমার মসৃণ নীলে পাল তুলে ভেসে যাচ্ছে মেহেক রুবাই 

সবই তো আয়াস আর আভাসের বাতুলতা ভেবে

কেউ দরজা বন্ধ করল 

খুলে দিলো জানলা কেউবা


ঘটমনে সব রক্ত ডোনেশনে গেছে

নেমে যাচ্ছে প্ল্যাটিলেট সিঁড়ি দিয়ে,ওকে যেতে দাও

লোয়ার বাজেট আর সস্তা ঘরে

সমাগম কম

নিশ্চিন্তে ঘুমানো যায় 

লবণ হৃদ 

 


নীল বিষয়ক কিছু কথা

নীল বিষয়ক কিছু কথা 

লিখে রেখে গেছে ডিসটেম্পার করা দেওয়ালে কখন 

তারপর তালা বন্ধ তালা খোলা

বিবেচনাধীন


অন্ধকারে যারা ব্যবহার করে টর্চ 

তাদের শিকারী ভেবে রেখেছি তফাতে

মনে হয় শ্বাপদের ভয়ানক ভয় থেকে

ছুটে আসা বাণ অথবা কার্তুজ

আকাশকে বিদ্ধ ক'রে

প্রিলিউড ভাবে


আর জনারণ্য টেরই পেলো না

এক হাঁটু রক্তের বাগানে

অসফল ভ্রুণগুলো পথ খুঁজে খুঁজে সেই 

লবণ হৃদেই!! মৃত্যুও সহজ


চাহিদা আমারও ছিল 

আরেকটু সহজসাধ্য...

ক্যালেন্ডারের পাতা বদলে দিয়ে 

কয়েক বছর পরে অবিশ্বাস্য থেকে যাওয়া শেষের সারিতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন