বিষাদ মেঘ ও বোহেমিয়ান পাণ্ডুলিপি
মুখবইয়েতে তোমার ছবি ভাসে
তুমি তো নও, তোমার মত ভ্রম
দেখি -- পিছন ফিরে ডাকছে এক চিতল ধূসর পাখি
কুটুম কুটুম সুরে তোমার আমার কথাতে দ্যায় সায়,
বুঝি --- সঙ্গত-প্রেম গোপন থাকে যত্ন চোখের কোণে,
কারণ খোঁজে অকারণের মৌনঠোঁটের ভাষা ...
এই তো সেদিন কণ্ঠ-আদর বাজছিল বেহাগে
বোহেমিয়ান কথামেঘের নৌকো ভাসান স্রোতও
যে ব্যথাটি বপন করা ইচ্ছে খুশির দেশে
ইতস্তত খুঁজছি দ্যাখো ---
ভেতর বাহির উহ্য রাখা টুকরো টুকরো ক্ষত
তোমার নামে সংরক্ষিত সহস্র আবেগও
তবু হৃদয় ঘুড়ি ভোকাট্টা হয় শঙ্খ-পরাগ মেখে
উড়ছে দ্যাখ মন্ত্র ফড়িং, উড়ছে তারা বেভুল সংলাপে
লিখে দিলাম , ছুঁয়েও দিলাম, এঁকে দিলাম দ্রোহ
জমতে জমতে ঘনীভূত শাব্দিক বিদ্রোহ
তুমিও বোঝো, আমিও বুঝি ---
অচ্ছুত এই আপৎকালীন ভ্রমণ
একটি দহন শেষ না হতেই
বুকের মধ্যে ফুঁসছে নদী, নীলচে অঝোর শ্রাবণ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন