মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ফটিক চৌধুরী-র কবিতা


ফুলের নিভৃতে তোমার বসবাস


খুব বেশি খ্যাতি পেলে তার স্তুতিগান
শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে উঠি
অভ্যাস একটা প্রক্রিয়া, ছাঁচে ফেলে দিলেই হয়।
গোলাপের কাঁটা থাকলেও তার রং রূপ গন্ধে
তাকে করে ফেলি উপহারযোগ্য
আলোর নিচে থাকে অন্ধকার, 
তখন অন্ধকার নয়, আলোই হয়ে ওঠে আরাধ্য।
তোমাকে যতবার বলেছি মঞ্চে এসে বসো
তুমি কেন থাকবে দর্শকাসনে
তোমার তো কিছু বলার আছে, বলার থাকে
সবাই শুনুক তোমার কথা 
কথার মধ্যে এক মায়াবী ঘ্রাণ থাকে
ঘ্রাণের মুগ্ধতা নেশার মতো আহরণ করি সবাই 
তুমি নিজেই অর্জন করেছ ফুলের মতো জীবন
যার সুরভি ছড়িয়ে যায় চারদিক।

জানি, ফুলের নিভৃত হৃদয়ে তোমার বসবাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন