সবাই তো আর কৃষ্ণগোপাল হয় না
সবাই কি আর কৃষ্ণগোপালের মতো হয়
হয় না কখনোই
কৃষ্ণগোপালের মতো হয় শুধু কৃষ্ণগোপালই
অবেলায় এসে উলটে দেয় ছক্কা পাঞ্জা
অসময়ে এসে পালটে দেয় বংশের সুনাম
সেরা মেজাজ সেরা আবদার
তখন বড় রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে পড়ে
ভাড়া করা গাড়ি
ভাড়া করা বাড়ি
ভাড়া করা মেয়েমানুষ
ধুমসো পুলিশ
বলদের শোভাযাত্রা
সবাই তো আর কৃষ্ণগোপাল হয় না
নতুন বউয়ের চলন বোঝা কি এতই সোজা
মন যখন ভালো নেই তখন মনের কথা না ভাবাই ভালো
ঠগ বাছতে গাঁ উজাড় হলে ঠগ আর না বাছাই ভালো
কৃষ্ণগোপাল বলেছিল তখন নিজের দিকে না তাকানোও ভালো
উচ্চতা কম হলে উচ্চতর ভাবনার ভেতর না ঢোকাই ভালো
রাতে আজ জলসা হবে কৃষ্ণগোপালের বাড়ির ছাদে
মহুয়া গাইবে গজল
লতিকা গাইবে ভজন
দেবতোষ বাজাবে সারঙ্গী
মহাবীর বাজাবে দোতারা
বেচারা কৃষ্ণগোপাল বেচারাই থেকে গেল চিরটাকাল
সে না জানে গান না জানে নাচ
তবে কেউ যদি ঘোমটা খুলে নাচতে পারে খ্যামটা
নিধুবাবু স্বয়ং হাজির হবেন জলসায় সঙ্গে টপ্পা
খুব ভালো লাগলো দাদা 👌👌
উত্তরমুছুন