প্রতিশ্রুতি
সময়ের ঘন কুয়াশায়,
তুমি কখন যেন কর্পূর হয়ে উবে গেলে।
সবই হারিয়ে গেল, স্বপ্নের মতো করে।
অনেক অনেক কথা,
সব যেন রাতজাগা পাখি...
জলটা আজ কাচের মতোই স্বচ্ছ।
তাতে মুখ ডুবিয়ে এক বুক শ্বাস নিতে চাই।
দম বন্ধ হয়ে আসে...
বুকের উপর চেপে রয়েছে,
তোমার মিথ্যে প্রতিশ্রুতির ঢাউস পাথর।
প্রতিশ্রুতি ভাঙার পাহাড় উঠেছে আজ।
কাকে যেন খুঁজি...
একটা ছায়া পড়ে দরজায়
অনেকটা আলোর মধ্যে
একটা নিকষ কালো ছায়া...
চোখ তুলে দেখি... সত্য এসে দাঁড়িয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন