মনের মধ্যে চাতক-বিস্ময় নিয়ে
অপেক্ষার সমুদ্রতটে বিভাজন আঁকছি
মাথার উপর ধূসর আকাশ উপহার দিয়ে যায়
নিদাঘ-মাত্রা নানাবিধ উপাচার সহ।
আষাঢ়ের রথ ফিরে গেলেও
প্রবল অনাবৃষ্টি মাটিকে রুখা-শুখা করে তোলে
উঠোনে পোঁতা লগিটার ততোধিক লম্বা ছায়া জুড়ে
রাজত্ব করে গ্রীষ্মের তাপদাহ!
বটতলার ছায়ায় ক্লান্ত ছাগলছানা
একটু পিপাসা মিটাবার অপেক্ষায়
মাকে আকুল ডাকে …
তখনই শোনা যায় বজ্রনির্ঘোষ।
ঈশান কোণ ভারী হয়ে ওঠে ভরপোয়াতির মতো,
বাতাস এলোমেলো বওয়ার অপেক্ষায় স্থির
বিদ্যুৎ শান দেয় তার ইস্পাতের কাস্তেয়
ওই সে আসে — গহন মেঘের ছায়া বুকে নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন