রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

মাতৃভাষার গান 

একুশে ফেব্রুয়ারি ডাকে শনবিলের শুকনো মাটি থেকে
আয়,রফিক,জামালের আত্মার শান্তিতে বাংলার গান গাই। 
আয় সবাই আজ শহিদ স্মৃতিতে 
মাতৃভাষার গান গাই। 

একুশ ডাকে শনবিলের শুকনো মাটির হিজল বন থেকে 
আয়,আজ উনিশের গান গাই
যে ভাষায় গান গেয়ে শহিদ  
কমলা কানাই। 

ঢাকা কিংবা শিলচর নয়তো পরবাস
বাংলা ভাষা ডেকে বলে ভাষার সীমা নাই। 
কানাই,শচিন,সুদেষ্ণারা যে ডাক শোনে 
ঘর ছেড়ে ভাষার জন্যে জীবনের গান গায়। 

আজ আয় সবাই 
শহিদ তর্পনে শহিদ স্মরণে
মাতৃভাষার গান গাই। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন