রাতভর ভিজে যাওয়া পালক শরীর
নিদানে হৃদয়, জানে বন্দেগী পীর
তীরে তীরে নাও বাঁধা শাওনের দাগ
যে’জন বোঝেনা, সেও আদিমহাভাগ।
পোশাকে শ্যাওলানদী, যেন বনটিয়া
মেঘে মেঘে ভেসে চলে বন্দেগী মিঞা
টোটকায় জ্বর সারে, সারে দুর্ভোগ
এখনও সময় আছে, সোনার সুযোগ।
ব্যাপিকা ব্যাধির মত আছে সমাধান
সব ভুলে সেরে নেওয়া ভোরের আজান
সাবলীল মেধারূপ পালিকাবাজার
ধিকিধিকি পিঞ্জরে পীরের মাঝার।
বিলয়ে আকাশ যদি কিছুটা স্থবির
এই দেহ, দেহ নয়, বন্দেগী পীর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন