রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জগন্ময় মজুমদার-এর কবিতা

শিকার

কতো অল্পে তুষ্ট আর কি  বিশ্বাস
সাহসের বলিহারি!
কী সহজে বলে : দেখতে বাউল
আসলে সংসারি।

কতো কি সামলে চলে ধরাকে সরা ভেবে
অধরাকে ধরা
কুড়িয়ে বাড়িয়ে এনে ফের ছুঁড়ে দেয়
বিষয় আশয়, অতিশয়।

বাইরে বরফ দাহ,ভিতরে আগুন
মৃত গাছের গুঁড়িতে ছত্রাকের চারা
আলো ছাড়া বেঁচে থাকা ক্লোরফিলহীন দিন
যে সয়  সে রয় মিথ্যে মোটে নয়।

শিকার না করে যদি পায় সোনার হরিণ
কেন সে হবে না অহংকারী?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন