রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

আপ্তকথা

চোখ বুজলেই অস্বাভাবিক কিছু দৃশ্যপট 
হাজির হয় আধোঘুমে
পরিচিতজন দুঃস্বপ্ন এড়িয়ে যেতে বলেন 
যাঁরা স্বাভাবিক জানেন 

তাঁদের কীভাবে বোঝাবো!
এইসব দৃশ্যযাপন কল্পনাতিত 
যা একান্তেই উদযাপন করতে চাই 
চোখ খোলা, সচেতন সংঘাতে অথবা মিলনে...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন