কাচঘর বিছানায় লুটিয়ে অলস মগজ
দেওয়ালে সেঁটে থাকা কাঞ্চনজঙ্ঘা ছড়াচ্ছে
রঙ পেখম
এল-নকশা ব্যালকনি আয়নায় দলছুট মেঘ
মায়া মুখি খরগোশ
পৃথিবীর সব সুখ নিয়ে নান্দনিক আঁতুড়ঘর
কে এল হুড়মুড় কাঁপে সিঁড়ি
গাছের সবুজ মন্ত্রে কল্পলতা
সার সার সাদা রঙ্গন এবং তুমি
এ এক অদ্ভুত শৈল্পিকরসায়ন
ঈপ্সিতা যেখানে যখন তোমাকে যেমন চেয়েছি
মোমের ভাস্কর্য গড়ে ওঠে
কাচঘরে তুমি আমার ক্যাকটাস ফুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন