রবিবার, ১৭ মার্চ, ২০২৪

শশাঙ্কশেখর পাল-এর কবিতা

ভাস্কর

কাচঘর বিছানায় লুটিয়ে অলস মগজ

দেওয়ালে সেঁটে থাকা কাঞ্চনজঙ্ঘা ছড়াচ্ছে 


রঙ পেখম

এল-নকশা ব্যালকনি আয়নায় দলছুট মেঘ 

                                     মায়া মুখি খরগোশ 


পৃথিবীর সব সুখ নিয়ে নান্দনিক আঁতুড়ঘর


কে‌ এল হুড়মুড় কাঁপে সিঁড়ি

গাছের সবুজ মন্ত্রে কল্পলতা 

সার সার সাদা রঙ্গন এবং তুমি


এক অদ্ভুত শৈল্পিকরসায়ন 

ঈপ্সিতা যেখানে যখন তোমাকে যেমন চেয়েছি

মোমের ভাস্কর্য গড়ে ওঠে 


কাচঘরে তুমি আমার ক্যাকটাস ফুল  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন