সাপ লুডোর চাল বেচালে
কেউ উপরে ওঠে তো কেউ তরতরিয়ে নিচে নেমে যায়।
সাপ লুডোর মইগুলো ভীষণ চমৎকার
শুধু উপরে ওঠার হাতছানি দেয়৷
সিঁড়ি ডিঙিয়ে ওপরে ওঠার কায়দা কানুন অনেক,
কেউ জীবনভর চেষ্টা করেও পারে না
কেউ অল্প আয়াসে ওঠে যায় একেবারে চূড়ায়
যেন হিলারির হিমালয় জয় !
সাপলুডোর সাপ ভীষণ চতুর
ঘুটির চালে একবার মুখে পড়ে গেলে
সোজা লেজে নামিয়ে দেয়।
কাউকে ওর মুখে পেলেই সোজা হজম করে নেয়।
কম ভাগ্যবানই আছেন যারা মই বেয়ে
উপরে চড়ে বসতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন