পায়ে পায়ে সময় পেরিয়ে আসি বাড়ি
পথ শেষ হয়, উঠোনে বসে মা ---
অপেক্ষার চাদর জড়িয়ে তাকিয়ে পথে
মায়াবী চোখে নামে চিন্তার ক্লেদ
অপেক্ষার অবসানের সীমানায় ফুটে ওঠে আনন্দ
পায়ে পায়ে সময় পেরিয়ে যায়
মায়ের সময় শেষ হয় সন্তানের ফেরায়।
তোমাকে ছুঁলে
তোমাকে ছুঁলেই নেমে আসে কবিতা
কল্পনার উঠোনে ভিড় করে একেএকে
আমার ছাদ বাগানের বন্ধুরা মেতে
ওঠে সবুজ দুবাহু তুলে বাতাস আনন্দে
ক্লান্ত সূর্য দেখে হাসে মরমী ভালোবাসা
তোমাকে ছুঁলেই কেমন অন্ধকারে আলো জ্বলে
রাতের ছুটে চলা ট্রেন দাঁড়ায় হঠাৎ
হকারের চিৎকার মৃদু হয়ে ভাসে
সাবধানে ছুঁয়েছি তোমায় তাই অঘটনের ভয়ে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন